চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম খোকা ভুঁইয়া (৫০)। তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের বাসিন্দা। রোববার ভোর ৪টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়ার পর সকাল ৬টার দিকে তিনি মারা যান। 

সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৮ জন, হাজীগঞ্জের ছয়জন, ফরিদগঞ্জের দুজন, শাহরাস্তির পাঁচজন, মতলব দক্ষিণের চারজন, মতলব উত্তরের তিনজন ও হাইমচরের সাতজন রয়েছে।

একই দিনে ১৮৫ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৭ জন, ফরিদগঞ্জের ১১ জন, হাজীগঞ্জের ১৭ জন, মতলব দক্ষিণের ২৫ জন, কচুয়ার ৩৫ জন, হাইমচরের ২২ জন, মতলব উত্তরের ২৭ জন এবং শাহরাস্তির ১১ জন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮০ জন। এ সময়ে মারা গেছে ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৩০৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

শরীফুল ইসলাম/এসপি