পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার (২২ আগস্ট) দুপুর থেকে সোমবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে উপসর্গে মারা গেছেন ১ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্তে ২ জন ও উপসর্গে ১ জন মারা গেছেন। 

উপসর্গে মৃতরা হলেন সুজানগরের আব্দুল জব্বারের স্ত্রী রাজিয়া খাতুন (৬২)। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় চাটমোহরের একজন, ফরিদপুরের একজন ও উপসর্গে আমিনপুরের একজন মারা গেছেন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতী বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ১০১৮ নমুনায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৮৩ শতাংশ।

১ লাখ ৪৯ হাজার ১০২ জনের ফলাফলে মোট শনাক্ত হয়েছেন ১১ হাজার  ৯৫৩ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪০০ জন। ১২ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

রাকিব হাসনাত/এমএসআর