দীর্ঘদিন ধরে নেত্রকোনার মোহনগঞ্জ এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন নারী ও শিশু নিযাতন দমন আইন মামলার পলাতক আসামি খোকন মিয়া (৩০)। এমন সংবাদ পেয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি খোকনকে ধরতে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালালেও ধরতে পারেননি। খোকন বারবারই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। 

অবশেষে তাকে ধরতে কৌশল পাল্টায় পুলিশও। কৃষক সেজে আসামি খোকন মিয়ার বাড়িতে অবস্থান নেয় পুলিশ এবং অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। খোকন মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিহারী ইউনিয়নের (ইউপি) দলবল গ্রামের বাসিন্দা আবুল মিয়ার ছেলে।

সোমবার (২৩ আগস্ট) সকালে গ্রেফতার আসামি খোকন মিয়াকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে মোহনগঞ্জ থানা পুলিশ।

দুপুরে কথা হলে মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, মোহনগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতারে ব্যর্থ হয়ে অবশেষে কৃষক সেজে রোববার (২২ আগস্ট) বিকালে ওয়ারেন্টভুক্ত আসামি খোকনকে ধরতে সক্ষম হয়েছেন। 

ওসি আরও জানান, সিলেটের জালালাবাদ এলাকায় স্ত্রী সন্তানসহ বসবাস করতো খোকন। নির্যাতন করার কারণে সেখানে তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন স্ত্রী। ওই মামলায় খোকনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর থেকেই নিজ এলাকায় এসে বিভিন্ন কৌশলে পালিয়ে ছিল ধূর্ত এই আসামি।

জিয়াউর রহমান/এমএএস