বিষখালী নদীর আকস্মিক ভাঙনে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়া ইউনিয়নের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের অর্ধেক অংশ এবং একটি আধাপাকা মসজিদ বিলীন হয়ে গেছে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেহেদী হাসান (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। নেয়ামতুল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ নেয়ামত স্থানীয় বারেক হাওলাদারের ছেলে। 

পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক খান ঢাকা পোস্টকে বলেন, সকাল ১০টার পরে বিদ্যালয় ভবনের পশ্চিম অংশ কিছুটা দেবে যায়। আমরা শিক্ষকরা কয়েকজন ছাত্র নিয়ে স্কুলের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে বিকট শব্দে ভবনের পশ্চিম অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী খাইরুল বলেন, ভবনটি যখন দেবে যাচ্ছিল তখন আমার আত্মীয় নেয়ামতুল্লাহ মোবাইলে ভিডিও করছিল। আমি দৌড়ে সরে যেতে পারলেও নেয়ামত বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে যায়।

স্থানীয় কালাম ফকির ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টা ৪০ মিনিটি ট্রলারে ঝালকাঠি যাওয়ার সময় সাইক্লোন শেল্টারের পাশের একটি ৪০ হাত লম্বা চাম্বল গাছ খাড়াভাবে মুহূর্তে দেবে যেতে দেখেছি।

নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসে দেখি সাইক্লোন শেল্টারের পশ্চিম অংশ পানির নিচে ডুবে আছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বরিশাল নৌ ফায়ার স্টেশনকে জানিয়েছি। তারা নিখোঁজ নেয়ামতকে উদ্ধারের জন্য ডুবুরি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা পোস্টকে বলেন, আমরা ক্ষতিগ্রস্ত জায়গাটি পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসের সদস্যরাও এসেছে। ডুবুরি দল আসলে নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলতে পারে। 

ইসমাঈল হোসাঈন/আরএআর