অধ্যক্ষকে জুতাপেটা, নারী অফিস সহকারী বরখাস্ত
পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে জুতাপেটার ঘটনায় নারী অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে কলেজ গভর্নিং বডি এই বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) বরিশাল আঞ্চলিক শিক্ষা বিভাগ ও কলেজ গভর্নিং বডি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।
বিজ্ঞাপন
মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করে লাঞ্ছিত করার ঘটনায় ইতোমধ্যে কলেজ গভর্নিং বডি অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে। বরিশাল আঞ্চলিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন গঠিত তদন্ত কমিটি ও গভর্নিং বডি গঠিত তদন্ত কমিটি পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় করা মামলাটির তদন্ত চলছে। মামলার আসামি ফরিদা ইয়াসমিন আদালতে আত্মসমর্পণের মাধ্যমে জামিনে বাইরে আছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ জানান, কর্মচারী হিসেবে ফরিদা শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। এই দুই প্রেক্ষাপটে গভর্নিং বডির বরখাস্ত করার ক্ষমতা রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট অফিস চলাকালে সাফা ডিগ্রি কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন প্রকাশ্যে কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করেন। এ ঘটনায় আহত অধ্যক্ষ বাদী হয়ে পরদিন ১৭ আগস্ট ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
আবীর হাসান/আরএআর