নৌ-ভ্রমণে বেরিয়ে কীর্তনখোলায় পরীক্ষার্থী নিখোঁজ
ফাহাদ হাসান
বন্ধুদের সঙ্গে নৌ-ভ্রমণে বেরিয়ে বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হাসান (১৭) কীর্তনখোলা নদীতে পড়ে ডুবে গেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাজ করছে বলে জানান কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল।
তিনি জানান, ৫টা ১৫ মিনিটের দিকে ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ওই ছাত্রকে খুঁজতে নদীতে অভিযান চালাচ্ছে।
বিজ্ঞাপন
নিখোঁজ ফাহাদ হাসান বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুুব হোসেনের ছেলে এবং জিলা স্কুলের বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত।
ভ্রমণে বের হওয়া অপর বন্ধু ইকবাল মাহামুদ বলেন, খেয়াঘাট থেকে ১১ বন্ধু মিলে ত্রিশ গোডাউন যাওয়ার জন্য ট্রলার ভাড়া করে রওনা দেই। ঘাট ছেড়ে মাঝ নদীতে আসার পরে হঠাৎ ফাহাদ নদীতে পড়ে যায়। তখনই ৯৯৯ নম্বরে কল করি। কিছুক্ষণ পরে প্রশাসনের লোক এসে উদ্ধার অভিযান শুরু করে।
বিজ্ঞাপন
ট্রলারের মাঝি মাসুদ হাওলাদার বলেন, ট্রলার স্বাভাবিক গতিতেই চালাচ্ছিলাম। হঠাৎ ওরা (যাত্রী) বলে উঠল তাদের একজন বন্ধু নদীতে পড়ে গেছে। আমি তখনই ট্রলার ঘুরিয়ে যেখানে পড়েছে সেখানে নিয়ে আসি। কিন্তু পড়ে যাওয়া ফাহাদকে আর দেখা যাচ্ছিল না।
নিখোঁজ ফাহাদের মা সোনিয়া আক্তার বলেন, বন্ধুরা মিলে ঘুরতে বের হবে জানিয়েছিল। কিন্তু এমন ঘটনা ঘটে যাবে তা জানতে আমি বের হতে দিতাম না। আমি আমার সন্তানকে ফেরত চাই।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর