রাজবাড়ীর তিনটি পয়েন্টেই পদ্মার পানি কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টের পানি কমলেও দৌলতদিয়া ও সেনগ্রাম পয়েন্টের পানি বিপৎসীমার উপরে রয়েছে। আর সদরের মাহেন্দ্রপুর পয়েন্টে পানি ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচে রয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে এসব তথ্য জনা গেছে।

পাউবো সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় পরিমাপ করা তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাংশা সেনগ্রাম পয়েন্টে ৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপরে রয়েছে। আর সদরের মাহেন্দ্রপুর পয়েন্টে ১ সেন্টিমিটার কমে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, গত কয়েকদিনের পানি বৃদ্ধিতে রাজবাড়ীতে ৩০টি গ্রামের ৮ হাজার পরিবার পানিবন্দি রয়েছে। ফলে ওইসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট ও গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ ঢাকা পোস্টকে বলেন, রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধির সম্ভাবনা আর নেই। তবে পানি কমার করণে এখন ভাঙন দেখা দেবে। ভাঙন মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ আছে।

মীর সামসুজ্জামান/জেডএস