সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ আনুষ্ঠানিকভাবে প্লান্টের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমেদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম।

প্লান্টের উদ্বোধন করে এমপি পীর মিসবাহ বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সদর হাসপাতালে অক্সিজেন প্লান্টের মাধ্যমে হাইফ্লো অক্সিজেন সরবরাহের সুযোগ করে দেওয়া। পাশাপাশি আমাদের আইসিইউ বেডের দাবি ছিল। হাসপাতালে অক্সিজেন প্লান্টের উদ্বোধন হলো। জনবল সংকট দূর করে শিগগিরই নিবিড় পরিচর্যা কেন্দ্রও চালু হবে এবং এর মাধ্যমে এখানকার রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হবে। 

সাইদুর রহমান আসাদ/জেডএস