মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ একজন ও উপসর্গে তিনজন রয়েছেন। এ সময় ১২০ নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ জন।

পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৮৩ শতাংশ। রোববার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ কোভিড হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আক্রান্ত ১৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে দুইজন, শিবালয়ে একজন এবং সিংগাইরে দশজন রয়েছেন। জেলায় ৪১ হাজার ৯৪৪ নমুনায় শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন। সুস্থ হন ৬ হাজার ২৫১ জন। করোনায় মারা গেছেন ১২২ জন।

মানিকগঞ্জ কোভিড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বলেন, ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন।

এ পর্যন্ত কোভিড হাসপাতলে করোনা পজিটিভ ও উপসর্গে মারা গেছেন ৩২০ জন। আজ কোভিড হাসপাতালে পজিটিভ ও আইসোলেশন ওয়ার্ড মিলে ৯২ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

সোহেল হোসেন/এমএসআর