২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে তিনজন মারা যান। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২২ জন। সুস্থ হয়েছেন ২২ জন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে বগুড়ার একজন। তিনি হলেন দুপচাঁচিয়ার পপি বেগম (৫০)। এছাড়া বাকি তিনজন অন্য জেলার। অপরদিকে একই সময়ে করোনা উপসর্গে আরও ৩ জন মারা গেছেন।

ডা. সাজ্জাদ জানান, শনিবার মোট ২১৯ নমুনার ফলাফলে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০ জন, অ্যান্টিজেন পরীক্ষায় ২ জন করোনা পজিটিভ হয়েছেন।

এতে আক্রান্তের হার ১০ দশমিক ৪ শতাংশ। গত দিনের চেয়ে সংক্রমণ ২ শতাংশ বেড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৬, আদমদীঘিতে ৩, কাহালু, নন্দীগ্রাম ও শাজাহানপুরে একজন করে রয়েছেন বলে জানান তিনি।

ডা. সাজ্জাদ আরও জানান, বগুড়ায় ২০ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭০ জন। ২২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন একজন মারা যাওয়ায় জেলায় মৃত্যুর সংখ্যা ৬৫৭ জনে দাঁড়াল।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর