ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় কেউ মারা না যাওয়ায় জেলার মোট মৃত্যু ৫০৩ জনে অপরিবর্তিত রয়েছে। একই সময়ে ২৮২ নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৩ শতাংশ।

বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত দুইজনের মধ্যে ফরিদপুরের একজন এবং মাদারীপুরের একজন রয়েছেন।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ২৫ জনের মধ্যে ভাঙ্গায় একজন, বোয়ালমারীতে একজন, সদরপুরে একজন ও ফরিদপুর সদরে ২২ জন রয়েছেন। বাকী দুইজন শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১১৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৮২ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি  হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০৩ জন।

এসপি