মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে মনিরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মো. আফসার আলীর ছেলে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ আগস্ট গাংনীর র‌্যার-৬ এর এসআই কামালের নেতৃত্বে একটি দল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাবুল হোসেনের বাড়ির পাশে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করেন।

এ সময় মনিরুল ইসলামের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ দশমিক ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা করে র‌্যাব। মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। এতে মনিরুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম ও আসামিপক্ষে একেএম শফিকুল আলম মামলাটি পরিচালনা করেন। 

আকতারুজ্জামান/আরএআর