মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে যমুনার পানি।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়েছে যমুনা নদীতে। তবে দিনের বেলায় পানি তেমন না বাড়লেও রাতে পানি বেশি বাড়ছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ পানি ‍উন্নয়ন বোর্ড (পাউবো) আরিচা কার্যালয়ের পানির স্তর পরিমাপক (গেজ রিডার) ফারুক হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, যমুনা নদীর আরিচা অংশের পানি প্রতিদিনই বাড়ছে। যার প্রভাব পড়ছে জেলার অভ্যন্তরীণ নদীগুলোতেও। এতে প্লাবিত হচ্ছে জেলার বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল।

যমুনার নদীর আরিচা পয়েন্টের পানির স্বাভাবিক পরিমাপ হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়ে এখন ৯ দশমিক ৭৩ সেন্টিমিটার পানি যমুনা নদীর আরিচা পয়েন্টে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে নদীর আশপাশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। জেলার দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরের বিভিন্ন চরাঞ্চলসহ নিচু এলাকার কয়েক হাজার বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাটসহ অনেক ফসলি জমি। হুমকির মুখে রয়েছে স্কুল-কলেজ এবং বসত-ভিটাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। 

সোহেল হোসেন/এমএসআর