নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে দুলালপুর ইউনিয়নের চিনাদি বিলে এ ঘটনা ঘটে। দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হচ্ছে-  উপজেলার দরগাবন্দ গ্রামের মো. আলীর মেয়ে শারমিন আক্তার (৭) এবং একই গ্রামের সুমন মিয়ার মেয়ে মিনহা আক্তার (৭)। 

স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার দুপুরে দুলালপুর ইউনিয়নের দরগাবন্দ গ্রামের দুই শিশুকে নৌকায় ঘুরানোর কথা বলে চিনাদি বিলে নিয়ে যান কামাল (২৫) নামে এক যুবক। কিছুক্ষণ পর কামাল ফিরে আসলেও আর ফেরেনি দুই শিশু। দুপুর গড়িয়ে বিকেল হলে সবাই তাদের খোঁজাখুঁজি শুরু করেন।  এর মধ্যে কামালকে চাপ দিলে তিনি বিলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা বিলে খোঁজ করে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেরাজুল হক ঢাকা পোস্টকে বলেন,  কামাল মিয়া নামে ওই যুবক দরগাবন্দ গ্রামে তার বোনের বাড়িতে থাকেন। তিনি দুই শিশুকে বিলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি।  

শিবপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন,  দুই শিশু মারা গেছে। একজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত চাঞ্চল্যকর কোনো তথ্য পাইনি।  মরদেহ নিয়ে পরবর্তী প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

রাকিবুল ইসলাম/আরএআর