টাঙ্গাইলের সখীপু‌রে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (০৩ সে‌প্টেম্বর) চি‌কিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে বৃহস্প‌তিবার (০২ সেপ্টেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার বেলতলী গ্রা‌মে বা‌ড়ির পা‌শে ঝো‌পের কা‌ছে খেল‌তে গেলে ওই দুই শিশু‌কে ভিমরু‌ল কামড় দেয়। 

মৃতরা হচ্ছে- উপ‌জেলার বেলতলী গ্রা‌মের জালাল উদ্দিনের ছে‌লে জুবায়ের (৮) ও জ‌সিম উদ্দিনের ছে‌লে  নুরনবী (৭)। তারা সম্প‌র্কে একে অপরের চাচা‌তো ভাই। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে ঝোপের কা‌ছে খেলা করছিল। এ সময় ভিমরুল উড়ে এসে দুই শিশুর গায়ে কামড় দেয়। প‌রে তা‌দের পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় বাজারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। প‌রে ভো‌রে জুবা‌য়েরের মৃত্যু হয়। এছাড়া আরেক শিশু নুরনবীর শা‌রীরিক অবস্থার অবন‌তি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় বি‌কে‌লে তার মৃত্যু হয়। 

উপ‌জেলার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়রারম্যান এসএম কামরুল হাসান বলেন, ভিমরু‌লের কাম‌ড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শো‌কের ছাড়া নে‌মে এসে‌ছে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। 

অভিজিৎ ঘোষ/আরএআর