চাঁদপুরের প্রধান টিকাদান কেন্দ্র চাঁদপুর সদর হাসপাতালে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর টিকা দেওয়া শুরু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে সদর হাসপাতাল কেন্দ্র (পুরুষ) এবং লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চবিদ্যালয় (মহিলা) কেন্দ্রে প্রচুর ভিড় লক্ষ করা গেছে।

এদিকে করোনা টিকা পাঁচ দিন বন্ধ থাকায় দূর-দূরান্তে থেকে আসা অনেকেই বিপাকে পড়েছেন। যাদের টিকার মেসেজ এসেছে, তাদের মধ্যে অনেকেই এই কয়েক দিনে টিকা কেন্দ্রে এসে ফিরে গেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টিকার স্বল্পতার কারণে চাঁদপুর সদর হাসপাতালের টিকা কেন্দ্র এবং এর উপ-কেন্দ্র লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয় কেন্দ্রে গত মঙ্গলবার থেকে করোনার টিকাদান বন্ধ রয়েছে। এরপর একে একে অন্যান্য উপজেলায় টিকাদান বন্ধ হয়ে যায়।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, শনিবার (৪ সেপ্টেম্বর) জেলায় ১ লাখ ৫ হাজার ডোজ করোনার টিকা এসেছে। টিকা পাওয়ায় রোববার থেকে সারা জেলায় সব উপজেলায় করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। আশা রাখি এখন আর টিকা নিয়ে কোনো সমস্যা হবে না।

শরীফুল ইসলাম/এনএ