চাঁদপুরে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৯৪টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৮ দশমিক ৮ শতাংশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০ জন, হাজীগঞ্জের ১, মতলব উত্তরের ৫, ফরিদগঞ্জের ১ জন রয়েছেন।

একই দিনে ৩৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৫ জন, ফরিদগঞ্জের ৬, শাহরাস্তির ১ ও মতলব উত্তরের ৪ জন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৭৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ২০৩ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন।

এদিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নুশাহিদুন নেছা (৮০) নামে একজন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মারা গেছেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার চরমাছুয়া এলাকায়। তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

শরীফুল ইসলাম/এমএইচএস