মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবার মৃত্যু
রংপুরের বদরগঞ্জে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিয়ার রহমান নামে (৪৬) নামে এক বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের উত্তর কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান দামোদরপুর ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের। তবারক হোসেনের ছেলে। তার শ্বশুরবাড়িতে মেয়ে আইরিন নাহারের বিয়ের আয়োজন করা হয়েছিল।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উত্তর কালুপাড়ায় আব্দুল গফ্ফার মিয়ার বাড়িতে কনে আইরিন নাহারের সঙ্গে দামোদরপুর ইউনিয়নের প্রামাণিকপাড়ার সাজ্জাদ মিয়ার ছেলে রায়হানুর রহমানের বিয়ের আয়োজন করা হয়। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করছিলেন কনের বাবা আতিয়ার রহমান। এ সময় একটি প্যাডেল স্টান্ডফ্যান হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে আতিয়ার রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তের মধ্যে এ খবর জানাজানি হলে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর