টাঙ্গাই‌লের বাসাই‌লে বন্যার পা‌নি বিদ্যালয়ে প্রবেশ ক‌রে মাঠ ও কক্ষগু‌লো ত‌লি‌য়ে যাওয়ায় শিক্ষার্থীদের ক্লাস কর‌তে হ‌য়ে‌ছে বা‌ড়ির উঠা‌নে। রোববার (১২ সে‌প্টেম্বর) উপ‌জেলার সদর ইউনিয়নের রাশড়া সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা উঠা‌নে ক্লাস ক‌রে‌।

স‌রেজ‌মি‌ন দেখা গে‌ছে, রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পা‌নি প্রবেশ করায় বিদ্যালয়ের মা‌ঠে ও শ্রেণিকক্ষগু‌লো‌তে হাঁটুপা‌নি উ‌ঠে‌ছে। এ কারণে বিদ্যালয়ে ক্লাস কর‌তে পা‌রে‌নি শিক্ষার্থীরা।

ফলে সরকারঘো‌ষিত শিক্ষাপ্রতিষ্ঠান খু‌লে ক্লাস কার্যক্রম চালা‌তে বিদ্যালয় থে‌কে ৫০০ গজ দূরে ন‌জির হো‌সেন হাজি বা‌ড়ির উঠা‌নে খোলা আকা‌শে নি‌চে ক্লাস কর‌তে হ‌য় শিক্ষার্থী‌দের। এ‌তে পঞ্চম ও তৃতীয় শ্রেণির ২৫ জন শিক্ষার্থী উপ‌স্থিত ছিল।

জানা গে‌ছে, উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কক্ষগু‌লো ত‌লি‌য়ে র‌য়ে‌ছে। এ‌দি‌কে ক‌রোনার কার‌ণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকার খোলার ঘোষণা দেয়। এ‌তে রোববার থে‌কে সশরী‌রে ক্লাস শুরু হ‌য়ে‌ছে। কক্ষে পা‌নি প্রবেশ করায় ক্লাস কার্যক্রম নি‌য়ে হতাশায় র‌য়ে‌ছে শিক্ষক-শিক্ষার্থী ও অ‌ভিভাবকরা।

প্রধান শিক্ষক হোসনে আরা আক্তার পপি ব‌লেন, বিদ্যাল‌য়ে ক‌য়েক‌দিন ধ‌রে পা‌নি উ‌ঠে তলি‌য়ে র‌য়ে‌ছে। কক্ষে হাঁটুপা‌নি র‌য়ে‌ছে। তাই স্কুলের জ‌মিদাতা ন‌জির হো‌সে‌নের বা‌ড়ি‌র উঠা‌নে ক্লাস কর‌তে হ‌য়ে‌ছে। এই পা‌নি কম‌তে কমপ‌ক্ষে মাস খা‌নেক লাগ‌বে।

তি‌নি আ‌রও ব‌লেন, বিদ্যালয় খোলার প্রথম‌দিন দুই শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। এ‌তে মোটামু‌টি ভালোই শিক্ষার্থী উপ‌স্থিত ছিল। এ‌দে কেউ কেউ পা‌নি ভে‌ঙে নৌকা দি‌য়ে এ‌সে‌ছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল বলেন, উপজেলায় ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। রাশড়া প্রাথমিক বিদ্যালয়ে পানি থাকার কারণে পাশের বাড়িতে পাঠদান করানো হ‌য়ে‌ছে। এছাড়া আর কোনো বিদ্যালয়ে সমস্যা নেই।

অভিজিৎ ঘোষ/এমএসআর