করোনা মহামারির কারণে ৫৪৩ দিন বন্ধ থাকার পর আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্কুলগুলো। প্রিয় শিক্ষক আর সহপাঠীদের পেয়ে শিক্ষার্থীরা আপ্লুত-উচ্ছ্বসিত। দীর্ঘ বিরতির পর স্কুল খোলার প্রথম দিনেই শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল ভালো।

শিক্ষার্থীদের পেয়ে আনন্দিত শিক্ষকরাও। অধিকাংশ বিদ্যালয়েই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৭০-৮০ শতাংশ। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

প্রত্যেক শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা মেপে স্যানিটাইজড করে নিরাপদ দূরত্ব বজায় রেখে শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি শ্রেণিকে কয়েক ভাগে বিভক্ত করে শিক্ষার্থীদের বসানো হয়েছে। কোনো শ্রেণিকক্ষেই ২৬ জন শিক্ষার্থীর বেশি বসতে দেওয়া হয়নি।

বিদ্যালয়ে দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত দশম শ্রেণির ছাত্র তূর্য রায় মনন জানায়, ১৮ মাস পর বিদ্যালয়ে এসে বন্ধুদের সঙ্গে ক্লাস করছি। মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে। আবার আগের পরিবেশে ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে। তবে খারাপ লাগছে বন্ধুদের জড়িয়ে ধরতে পারিনি।

জেলার প্রতিটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা, স্যানিটাইজ করা, হাত ধোয়া এবং আইসোলেশন কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী মাস্ক পরে এবং স্কুল গেটে তাপমাত্রা মেপে বিদ্যালয়ে প্রবেশ করেছে। এছাড়া বিদ্যালয়ের মাঠে ধাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এমএসআর/জেএস