জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, অন্যজন আত্মহত্যা এবং আরেকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এসব ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর উপজেলার তেঘর কুমারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শফিকুল ইসলাম চিন্টু (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকালের কোনো এক ট্রেনে কাটা পড়ে চিন্টুর মৃত্যু হয়। ছেলেটি মানসিক প্রতিবন্ধী ছিল। লাশটি রেললাইনে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবরে পরিবার নিয়ে যায়।

অপরদিকে সকালে জয়পুরহাট শহরের নিশির মোড় এলাকায় একটি ডোবাতে সেচকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জাহিদ পৌর বিশ্বাসপাড়া মহল্লার মৃত ফিরোজ ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের একটি ডোবাতে সেচকাজের প্রস্তুতি চলছিল। সেখানে জাহিদ হাসান মোটরের বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর পাঠানধারা গ্রামে গলায় ফাঁস দিয়ে জুথি (১৩) নামের মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রহমানের দ্বিতীয় মেয়ে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, জুথির দাদি প্রথমে দেখতে পেয়ে জুথির গলার রশি কেটে দেন। এরপর তাকে স্থানীয় চিকিৎসালয়ে নেওয়ার পথে সে মারা যায়। জুথির পরিবার জানিয়েছে- এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা কিছু গ্যাসের বড়িও উদ্ধার করেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চম্পক কুমার/এনএ