ফজলুল হক আছপিয়া

সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুল হক আছপিয়া আর নেই। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সিটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ফজলুল হক আছপিয়া ১৯৩৯ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৫ সালে এসএসসি পাস করে সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৭ সালে এইচএসসি পাস করে করে সিলেট এমসি কলেজে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন। এমসি কলেজ থেকে ১৯৬০ সালে ডিগ্রি পাস করেন তিনি।

পরে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ১৯৬৬ সালে সুনামগঞ্জ জর্জ কোর্টে আইন পেশায় যুক্ত হন। 
এছাড়াও প্রবীণ এই আইনজীবী ফজলুল হক আছপিয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তিনি সুনামগঞ্জ-৪ আসন (সদর ও বিশ্বম্ভরপুর) থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজের জানাজা বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা উত্তরা মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজের জানাজা বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে (বালুর মাঠ) অনুষ্ঠিত হবে।

মরহুম আছপিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহসভাপতি মল্লিক মইনুদ্দিন সুহেল, নাদীর আহমদ, শেরেনুর আলী, রেজাউল হক, আনছার উদ্দিন, আবুল কালাম আজাদ, আব্দুল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত।

সাইদুর রহমান আসাদ/এমএসআর