কর্তব্যে অবহেলা ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এরিয়ায় অবস্থিত বগুড়া হাইওয়ে বিভাগের অন্তর্ভুক্ত হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৪ জনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। তারা হলেন, ওসি শাহজাহান আলী, এসআই জাহিদ, কনস্টেবল আজম ও রুহুল আমিন।

বিষয়টি রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। 

জানা গেছে, ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগদান করেন। গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার ওসি শাহজাহান আলীসহ মোট ৪ জনকে নির্ধারিত সময়ের আগেই ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। তাদের কর্তব্যে অবহেলা, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগের প্রেক্ষিতে স্ট্যান্ড রিলিজ করা হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের টিআই রফিকুল ইসলাম জানান, স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কীনা তা জানি না। তবে বদলি হয়েছে বলে শুনেছি।

শুভ কুমার ঘোষ/এমএএস