খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

অতিমারি করোনা মোকাবিলা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল আওয়ামী লীগ সরকার। বিশ্বের যেকোনো দেশের তুলনায় এখন ভালো অবস্থানে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ৮ নম্বর বাহাদুরপুর  ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দুর্যোগে দেশের কোনো মানুষকে একবেলাও না খেয়ে থাকতে হয়নি। বিএনপির প্রলাপ মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশে এমনভাবে খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে যা আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে উন্নয়ন এসেছে। নতুন প্রজন্মকে উন্নয়নের যাত্রায় শামিল করতে হবে। দেশে সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়ানো হয়েছে। নওগাঁ জেলায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সুপেয় পানির কষ্ট লাঘবে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করেছি।

মন্ত্রী আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ, বিদ্যুৎ কোনো কিছুর অভাব কৃষকের নেই। কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে। সেই সঙ্গে ভোক্তার কাছেও চাল যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে নিয়ামতপুর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক বিল্পব, সিরাজুল ইসলামসহ বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

এমএসআর