বগুড়ার শেরপুরে ঋণের টাকা পরিশোধের জন্য পাওনাদারদের চাপে নূর আলম (৩৩) নামে এক ধান ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত নূর আলম উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এর আগে গত বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি বিষপান করলে স্বজনেরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, করোনার আগে নূর আলম কিছু টাকা ঋণ করে ধান কেনাবেচার ব্যবসায় শুরু করেন। পরে করোনার কবলে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হন। পাওনাদারদের ঋণও শোধ করতে পারেননি। দেড় বছর ধরে কোনো কাজ না পেয়ে তিনি বাড়িতে বসে ছিলেন। ফলে টাকা পরিশোধে পাওনাদারদের চাপে মানসিক যন্ত্রণায় বুধবার বিষপান করেন নূর আলম। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নূর আলমের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরএআর