রাজশাহীর গোদাগাড়ীতে ২৫ লাখ টাকার ২৫০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করেছেন র‌্যাব। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়ি মহল্লার আতাউর রহমানের ছেলে সোহেল (২৭) এবং মাদারপুরের সাইদুর রহমানের ছেলে ইসমাইল (২৪)।

র‌্যাবের মতে, তারা মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির উদ্দেশ্যেই সেখানে অবস্থান করছিলেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ গ্রামের দুটি এবং ৫০ গ্রামের একটি প্যাকেটে ২৫০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক স্বীকার করেছেন, দীর্ঘ দিন ধরে তারা মাদক ব্যবসায় যুক্ত। গোদাগাড়ী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় মাদক চালান করেন তারা। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে র‌্যাব।

ফেরদৌস সিদ্দিকী/এসপি