মানিকগঞ্জে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুইজন মারা গেছেন। এ সময় জেলায় ৯৬ নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন তিনজন। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২৪ ঘণ্টায় জেলায় নতুন শনাক্ত তিনজনের মধ্য সদর উপজেলায় দুইজন এবং শিবালয়ে একজন রয়েছেন। এ পর্যন্ত ৪৫ হাজার ১৩২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৬৬ জন। এরমধ্য সুস্থ হয়েছেন ৭ হাজার ৭০৫ জন আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৫ জন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গে দুইজন মারা গেছেন। এক দিনে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ছয়জন ভর্তি হয়েছেন। 

হাসপাতাল থেকে আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে কোভিড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে করোনায় ১০১ ও উপসর্গে ২৩৯ জন মারা গেছেন বলে জানান তিনি।
 
সোহেল হোসেন/এমএসআর