কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাবলু নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার টাকা কেজি দরে কিনে নেন। পরে খুচরা দরে মাছটি কেটে ১ হাজার ২শ টাকা কেজিতে উপজেলার থানাহাট বাজারে বিক্রি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন রানিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. মনজুরুল ইসলাম মন্জু। 

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাবলু নামের এক মাছ ব্যবসায়ী আমাকে ডেকে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ দেখান। শুনেছি আজ মাছটি ১ হাজার ২শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে আমাদের এখানে এর আগেও এর থেকে বড় বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে। কিছুদিন আগেও ১শ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। 

থানাহাট এলাকার শাহিন নামে একজন বলেন, এর আগেও বড় বড় বাঘাইড় মাছ দেখেছি আমরা। তবে গতকাল আবারও একটা ৬৩ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান জানান, আমার জানা মতে এখানে আসার পর এতো বড় মাছ জেলের জালে আটকের খবর পাইনি। তবে এর আগে এর চেয়ে ছোট ছোট মাছ অনেক ধরা পড়েছে।

জুয়েল রানা/আরআই/আরএআর