মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মতো ভারতের উত্তর ত্রিপুরায় ৪ হাজার কেজি ইলিশ রফতানি করা হয়েছে। প্রায় তিন বছর ধরে এ স্থল শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশি মাছ রফতানি বন্ধ থাকার পর ইলিশ রফতানির মাধ্যমে ফের মাছ রফতানি শুরু হলো।

শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ঢাকার বিডিএস করপোরেশন ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে ২ হাজার কেজি ইলিশ রফতানি করে। এর আগের দিন (৩০ সেপ্টেম্বর) এ পথে আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ ২ হাজার কেজি ইলিশ মাছ রফতানি করে।

আমদানি ও রফতানিকারক ও ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা চৌধুরী বলেন, তার মাধ্যমে গত ২ দিনে প্রতি কেজি ইলিশ মাছ মার্কিন ১০ ডলার করে ৪০ হাজার ডলারের বিনিময়ে ৪ হাজার কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব বাংলাদেশি ইলিশ গ্রহণ করে।

তিনি আরও বলেন, আগামী ৪ অক্টোবর থেকে দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা শেষ হলে এ পথে আরও ইলিশ রফতানি করা হবে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন জানান, গত দুই দিন বাংলাদেশি তিনটি প্রতিষ্ঠান উত্তর ত্রিপুরার কৈলাশহরে মাছ রফতানি করেছে। এর মধ্যে চার হাজার কেজি  ইলিশ ছিল।

ওমর ফারুক নাঈম/আরএআর