গ্রেফতার ইউপি সদস্য নাজমুল হোসেন

দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলিতে ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (২ অক্টোবর) নির্যাতনের শিকার এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেন। মামলায় ছয় আসামির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাসার শামীম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে হাকিমপুর বাংলা-হিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। উপজেলার মোংলা বাজার এলাকায় রাস্তার পাশের একটি ছাগলের সঙ্গে দুষ্টুমি করে তারা। এ সময় এলাকাবাসী তাদের চোর সন্দেহে তাড়া করে। ভয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের আটক করে। স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেনসহ কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। ওই মামলায় ইউপি সদস্য নাজমুল হোসেনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

ইমরান আলী সোহাগ/এসকেডি