চাঁদপুরে পাঁচ দিনব্যাপী ১৩তম ইলিশ উৎসব শুরু হয়েছে। রোববার (০৩ অক্টোবর) রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিনবাজ ও পুষ্টির সৌজন্যে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত এ ইলিশ উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, উৎসব মানেই আনন্দ,  চাঁদপুর মানেই চাঁদের হাট। আজকে এখানেও চাঁদের হাট বসেছে। ভালো কাজের জন্যে পৃষ্ঠপোষক লাগে। পৃষ্ঠপোষক ছাড়া ভালো কাজ চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে যায়। করোনায় আমরা অনেককেই হারিয়েছি। চাঁদপুরের অনেক গুণী মানুষকেও হারিয়েছি। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

ইলিশ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ইলিশ রক্ষার জন্য আমরা অনেক পরিকল্পনা করি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এই সম্পদকে রক্ষায় নানান পরিকল্পনা গ্রহণ করেছেন। আমাদের জেলে ভাইয়েরা সহযোগিতা করছেন বলেই প্রচুর ইলিশ উৎপাদন হচ্ছে। 

তিনি বলেন, দূষণ থেকে নদী রক্ষাসহ নানা কাজ রয়েছে, তা আমাদের করতে হবে। ইলিশতো কিনবোই না, যে কদিন ইলিশ অভিযান থাকবে সে কদিন যেন আমরা ইলিশ না খাই। ইলিশকে যতো তুলে ধরবো, আমরা ততো চাঁদপুরকে তুলে ধরবো। 

ইলিশ উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ। 

চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব হারুন আল রশিদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ১৩তম ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা মো. আলমগীর হোসেন বাহার প্রমুখ।

শরীফুল ইসলাম/আরএআর