মোহাম্মাদ লিমন

বগুড়ার শাহাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মাদ লিমন (২২) নামেরন এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত ওই কলেজ ছাত্র শাহাজাহানপুর উপজেলার ডেমাজানী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের পুলিশ কর্মকর্তা মো. নুরুজ্জামানের ছেলে। তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প সূত্র জানায়, রাত ৯টার দিকে বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী লিমনকে চাপা দেয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ট্রাকটির বেপরোয়া গতির জন্য দুর্ঘটনা ঘটেছে। এখনো ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) একেএম বানিউল আলম জানান, লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর কর হচ্ছে। ট্রাকটি শনাক্তে আমরা কাজ করছি।

ওএফ