দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় এক দিনের ব্যবধানে আবারও জাহাজডুবির ঘটনা ঘটেছে। শনিবার (০৯ অক্টোবর) ভোরে বন্দর চ্যানেলের মুখে দুবলার চর এলাকায় তলা ফেটে বিউটি লোহাগড়া-২ নামে পাথরবোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়। 

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া জাহাজের ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এর আগে শুক্রবার রাতে মোংলা বন্দরেরর বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে রওনা দেয়।

এদিকে শুক্রবার দুপুরে পশুর নদীতে সার নিয়ে এমভি দেশবন্ধু নামে আরও একটি কার্গো জাহাজ ডুবে যায়। তবে জাহাজটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করেনি মালিক পক্ষ।
 
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করছিল সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন। ওই জাহাজ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার দিকে যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া-২। পথিমধ্যে কার্গো জাহাজের তলা ফেটে ডুবে যায়। জাহাজটির মালিক পক্ষের সঙ্গে বন্দরের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, পাথর নিয়ে খুলনায় যাওয়ার পথে তলা ফেটে এমভি বিউটি লোহাগড়া-২ লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১০ নাবিককে কোস্টগার্ড সদস্যরা জীবিত উদ্ধার করেছে। পরে তাদের এমভি দেশ দিগন্ত নামে আরেকটি লাইটার জাহাজে উঠিয়ে দেওয়া হয়েছে।

তানজীম আহমেদ/এসপি