চাঁদপুরে আরো তিন জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন আরো একজন। মৃতের নাম রোকেয়া বেগম (৫৫)। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার লোধেরগাঁও গ্রামে। 

১৩ অক্টোবর রাত সাড়ে ১২টায় তিনি সদর হাসপাতালে ভর্তি হন। ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।

জেলায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনভর সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১১৭টি। রাতে রিপোর্ট পাওয়া গেছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার দুই দশমিক ৫৬ শতাংশ। 

শুক্রবার (১৫ অক্টোবর) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২ জন ও মতলব দক্ষিণের ১ জন রয়েছেন। এদিন কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৬১ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৮ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৬৪২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

শরীফুল ইসলাম/এইচকে