ফরিদপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু, প্রতিবাদে বাস ভাঙচুর
ফরিদপুরে বাসের ধাক্কায় সুফিয়া বেগম (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাস ভাঙচুর করে। এ ঘটনায় মহাসড়কে প্রায় ১ ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইলার মোড় নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ওই নারীর নাম সুফিয়া বেগম (৪৯)। তিনি পাশের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুতাদী গ্রামের বাসিন্দা মোজাম মিয়ার স্ত্রী।
জানা গেছে, ঘটনার সময় ওই নারী সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান তিনি। পরে তারা টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সেপ্রেসের বাস ভাঙচুর করে এবং ব্যারিকেড দিয়ে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়। পরে বাসটি সরিয়ে ফেলার পর বিকাল সাড়ে ৩টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জহির হোসেন/আরআই