নওগাঁর মান্দায় দুই মাসের সন্তান রেখে রিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামে ঘটনাটি ঘটে। রিনা ওই গ্রামের ইন্তাজ আলীর মেয়ে ও ময়নুর ইসলামের স্ত্রী।

জানা যায়, ২ মাস পূর্বে পার্শ্ববর্তী মহাদেবপুর থানার একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে এক সন্তানকে পৃথিবীর আলো দেখান রিনা খাতুন। কিন্তু সন্তান জন্মদানের পর তিনি মানসিক রোগে আক্রান্ত হন। 

তিনি শিশুসন্তানকে কোলে নেন না, এমনকি তাকে বুকের দুধও পান করাতে দিতেন না। অস্ত্রোপচারের পর থেকে তিনি তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সবার অজান্তে বাড়ির পেছনে গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। তবে তদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

দেলোয়ার হোসেন/এমএসআর