‘মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়ব ক্রিকেটে’ স্লোগান সামনে রেখে সারাদেশ থেকে খুদে ক্রিকেটার সন্ধানে মাগুরায় শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে ক্রিকেটার বাছাইপূর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে খুদে ক্রিকেটার বাছাই অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

তিনি বলেন, আজ যারা প্রশিক্ষণ নিচ্ছে, নিশ্চয়ই তাদের মধ্যে অনেক মেধা রয়েছে। আমরা এই প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ভবিষ্যতে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা ক্রিকেটার পাব বলে আশা করছি।

জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় খুদে ক্রিকেটার বাছাইপর্বের সার্বিক সহযোগিতা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এ ছাড়া ট্যানেল স্পোর্টস ও ক্রিকমার্কেটের আর্থিক সহযোগিতায় এ খুদে ক্রিকেটার বাছাই করা হয়েছে। বাছাইপর্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ২০০ ক্রিকেট শিক্ষার্থী অংশ নেয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা মাগুরাবাসী সাকিব আল হাসানকে নিয়ে গর্বিত। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে ভবিষ্যতে অনেক সাকিব-আল-হাসান পেতে চাই। তিনি আরও বলেন, আজ বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। ২০০ জনকে সিলেক্ট করা হয়েছে। তাদের মধ্য থেকে ডিভিশন অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিকেএসপির কোর্স বোলিং সিলেক্টর মো. সৈকত হোসেন, ব্র্যান্ডিং সিলেক্টর সুজিদ দাস, ম্যানেজার তানভির আহমেদ।

এনএ