নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রিন সিটিতে বৃক্ষরোপণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পড়শী, কেয়ারিয়া ও গোয়ালপাড়া এলাকার গ্রিন সিটিতে এ কর্মসূচী পালন করা হয়। 

এ সময় সেখানে ফলজ, বনজ এবং ঔষধিসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক বৃক্ষরোপণ করেন তিনি। 

বৃক্ষরোপণ শেষে মন্ত্রী বলেন, বৃক্ষরোপণের ফলে চারদিক সবুজে পরিনণত হবে। তাছাড়া বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগানে প্রত্যেকেই ৩টি করে গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছে দেশে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পাশাপাশি দেশকে সবুজময় করতে আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। কারণ বৃক্ষ আমাদের পরম বন্ধু। পরিবেশ বাচাঁতে গাছের  বিকল্প নেই। চলুন সবাই অন্তত ১টি করে হলেও গাছ লাগাই। তাহলেই আমাদের পৃথিবীটা আরও সুন্দর হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, যুবলীগ নেতা জুলহাস ভূঁইয়া প্রমূখ।

মাহবুবুর রহমান ভূঁইয়া/আরআই