গাজীপুরের কালীগঞ্জ উপজেলার স্থানীয় জামালপুর বাজারে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে পাটসহ গুদামঘরটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। 

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শামীম ভূঁইয়া বলেন, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে স্থানীয় জামালপুর বাজারে সেমিপাকা একটি পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে আমাদের স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান এবং সকাল ৭টা ২৭ মিনিটে তারা আগুন নেভান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।  

এ বিষয়ে গুদামের মালিক মো. মোহসীন দাবি করে বলেন, গুদামে ৯শ মন পাট ছিল। আগুনে তাদের এ পাট পুড়ে গেছে। যার মূল্য প্রায় ৩২ লাখ টাকা। 

শিহাব খান/আরআই