কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় ভৈরব- মেঘনা রেলওয়ে সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করে ভৈরব নৌ থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

জানা গেছে, স্থানীয়রা ভৈরবের মেঘনা নদীর তিন সেতুর সড়ক ও পুরাতন রেলওয়ে সেতুর মধ্যস্থলে নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী ভৈরব নৌ পুলিশ থানায় খবর দিলে একটি দল এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোনো একসময় তাকে হত্যা করে হাত-পা বেঁধে মেঘনা নদীতে ফেলে গেছে।

তিনি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশের মাথায় চারটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/এমএসআর