বিশ্ব জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তির বাস্তবায়ন দাবি
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনরত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ধর্মঘট করেছেন তরুণরা। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় কাশিমাড়ী ইউনিয়নের খোলপেটুয়া নদীপাড়ে তরুণরা নানান দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।
পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবের আয়োজনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা ইউনিটের সহ-সমন্বয়ক রাইসুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডে (কপ–২৬) জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৫ সালে প্যারিসে বৈঠকের পর এটিই সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান তরুণরা।
বিজ্ঞাপন
কর্মসূচীতে জলবায়ুকর্মী মাসুদ রানা, আলতাফ হোসেন, সুমন হোসেন, শারমিন সুলতানা, সাকিলা পারভীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এবারের সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ সম্মেলন, তাই বারবার মনে করাতে আমরা এ বছরে এটি নিয়ে দ্বিতীয় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করছি।
উল্লেখ্য, সুইডিশ পার্লামেন্টের সামনে সুইডেনের স্কুলপড়ুয়া ছাত্রী গ্রেটা থানবার্গ একটি প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। সেখানে লেখা ছিল, ‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’। তার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বের নানান প্রান্তের স্কুলপড়ুয়ারা ধর্মঘট পালন করে।
আকরামুল ইসলাম/এমএসআর