১০৫০ জনকে শীতবস্ত্র দিল পুলিশ
যশোরে এক হাজার ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পুলিশ
‘মাঘের শীতে বাঘ পালায়’ প্রবাদকে সত্য প্রমাণ করতেই যেন দেশজুড়ে জেঁকে বসেছে শীত। মাঘের শীত হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ। এ অবস্থায় যশোরের মানুষের জনজীবন শীতে কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবীসহ ছিন্নমূল মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। তাদের কথা চিন্তা করে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে যশোর জেলা পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে নাভানা গ্রুপের সহযোগিতায় এক হাজার ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে পুলিশ। পুলিশের কম্বল পেয়ে খুশি হন গরিব দুস্থ শীতার্তরা।
বিজ্ঞাপন
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি, সহযোগী জেনারেল ম্যানেজার আফজাল নাজিম, যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড স্টেডিয়াম পাড়া আঞ্চলিক কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মুকুলসহ জেলা পুলিশের কর্মকর্তারা।
শীতবস্ত্র বিতরণের বিষয়ে যশোরের পুলিশ সুপার (এসপি) আশরাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সন্ত্রাসী, মাদক নির্মূলের পাশাপাশি অসহায়, দুস্থ ও আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখছে পুলিশ। যশোর জেলা পুলিশের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সবসময়। এবার শীতেও ব্যতিক্রম হয়নি; জেলার বিভিন্ন উপজেলায় জেলা পুলিশ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। আমরা চেষ্টা করব শীতার্তদের আরও সহযোগিতা করার।
বিজ্ঞাপন
এএম