খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সড়ককে নিরাপদ করতে হলে সড়কের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সড়ক বিভাগ বা সিটি করপোরেশন কিংবা বিআরটিএ কারও একার পক্ষে সড়ককে নিরাপদ করা সম্ভব নয়। সড়ককে নিরাপদ করার জন্য সড়ককে প্রশস্ত ও টেকসই করতে হবে। একই সঙ্গে দক্ষ চালক দিয়ে যানবাহন চালনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণকে ট্রাফিক আইন ও সিগন্যাল মানতে হবে। 

শুক্রবার (২২ অক্টোবর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ স্লোগানকে সামনে রেখে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

খুলনার সড়ককে নিরাপদ করার বিষয়ে সিটি মেয়র বলেন, ফুটপাত সাধারণ জনগণের হাঁটার জন্য নির্মাণ করা হয়েছে। সেই ফুটপাত দখল করে ব্যবসা করে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। ব্যাটারিচালিত রিকশা পুরোপুরি বন্ধ করার জন্য তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশকে কঠোর নির্দেশনা দেন। 

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। নিরাপদ সড়কের জন্য প্রয়োজন সুন্দর রাস্তা, দক্ষ চালক এবং পরিকল্পনা। পরিকল্পিতভাবে নগরকে গড়ে তুলতে পারলে দুর্ঘটনা অনেকাংশে কমবে। 

আলোচনা শেষে প্রধান অতিথি নিরাপদ সড়ক নিশ্চিত করণে ভূমিকা রাখায় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার ১০ জনকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান করেন।

পদকপ্রাপ্তরা হলেন- সড়ক দুর্ঘটনা রোধে অবদান রাখায় বিআরটিএ’র খুলনা বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী কে এম মিজানুর রশীদ, চ্যানেল ২৪- এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল, দৈনিক সমকাল ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল, দৈনিক যুগান্তর ও দৈনিক সময়ের খবরের রিপোর্টার মো. নূর ইসলাম রকি, অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট, সমাজসেবায় অবদান রাখায় শিল্পপতি এবং খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল এবং নিজ অর্থায়নে সড়ক মেরামত করায় দ্য ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, খুলনা বিআরটিএ’র উপপরিচালক একেএম মিজানুর রশীদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান, নিসচার উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায় ও খুলনা মহানগর নিসচার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব।

মোহাম্মদ মিলন/আরএআর