সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর-রহনপুর সড়কের নিমতলা-কাঁঠাল নামক জায়গায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী গোমস্তাপুর উপজেলার কাশিপুর গ্ৰামের নাসিম রেজা ওরফে মোবেলের ছেলে মো. হৃদয় (২১)। আহত অনিক (১৯) গোমস্তাপুর ফকিরপাড়া গ্ৰামের আজিজুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, চালক হৃদয়সহ দুজন মিলে মোটরসাইকেলে গোমস্তাপুর থেকে রহনপুর যাওয়ার পথে নিমতলা-কাঁঠাল নামক স্থানে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হৃদয়। আরেক আরোহী অনিককে স্থানীয়রা উদ্বার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।
নিহতের স্বজন আশিক আহমেদ জানান, হৃদয় ঘটনাস্থলেই মারা গেছেন। এদিকে আরেক আরোহী অনিককে গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর মহানন্দা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঢাকা পোস্টকে বলেন, নিহতের পরিবারের কোনো দাবি না থাকায় সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সিএনজি অটোকে থানায় আনা হয়েছে, চালক পলাতক আছেন।
মো. জাহাঙ্গীর আলম/এনএ