রাজশাহীর চারঘাটে আলাদা অভিযানে ৪৭৫ ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চকগোচর ও রাতে ময়নেরশাখো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন শিবপুরের এমাজ উদ্দিনের ছেলে রাকিব (২১) ও মুক্তারপুরের মোবারক আলীর ছেলে মিঠুন আলী (২৫)। তাদের কাছে ইয়াবা-ফেনসিডিল পেয়েছে র‌্যাব। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে পৃথক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-৫।

র‌্যাব জানিয়েছে, সোমবার বিকেল ৪টার দিকে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলার চকগোচর এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড কমান্ডার ফ্লাইট লে. মারুফ হোসেন খান। ওই অভিযানে গ্রেফতার করা হয় রাকিবকে। তার কাছে ৪৭৫ ইয়াবা পাওয়া গেছে।

অন্যদিকে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ময়নেরশাখো এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাবের নাটোর ক্যাম্পের একটি দল। এই অভিযানটিও চালানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এই অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন মিঠুন আলী। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়েছেন মিঠুন আলীর ৩ সহযোগী।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে এই দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। আলাদা এই ঘটনায় রাতেই চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর