মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ রোগী চিকিৎসাধীন আছে। গত ২৪ ঘণ্টায় একজন জ্বর নিয়ে ভর্তি হয়েছে। বাকি ৫ জন জ্বর নিয়ে ভর্তি হয়েছে গত এক সপ্তাহে। এক-দুদিন পরপরই জ্বর নিয়ে ভর্তি হলে ডেঙ্গু ধরা পড়ছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী এ কে এম রাসেল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে মঙ্গলবার পর্যন্ত ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক রোগী মারা গেছে। ৯ রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকি ৬ জন হাসপাতালে ভর্তি আছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বলেন, জেলা হাসপাতালে বর্তামানে করোনা রোগীর তেমন চাপ নেই। তবে গত এক মাসে অনেক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা থাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা বসবাস করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। কাজেই ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সোহেল হোসেন/এনএ