নোয়াখালীতে সহিংসতায় ঘটনায় ৩ আসামি রিমান্ডে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পূজামণ্ডপে হামলার মামলায় এজহারনামীয় আসামি আলী আজগর (২২), নুরুল ইসলাম সুমন (২২) ও নুরুল ইসলাম জীবনকে (২২) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জের ধরে ১৫ অক্টোবর বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ২৬ মামলায় ২০১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৫ আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
হাসিব আল আমিন/এমএসআর
বিজ্ঞাপন