মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই গ্রামে দুই ছেলের সামনে ছিনতাইকারীর মারধরে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

নিহতের নাম আলিম হোসেন (৫৫)। তিনি তৌলকাই গ্রামের মৃত আলেক শেখের ছেলে। তার ফার্নিচারের ব্যবসা ছিল।

জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে আলিম হোসেন তার ফার্নিচারের দোকান বন্ধ করে ছেলে শুভ ও শান্তকে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামে ফিরছিলেন। তার বাড়ির পাশের সামনের রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তার মধ্যে দড়ি টাঙিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে।

পরে ছিনতাইকারীরা আলিম হোসেন ও তার দুই ছেলেকে মারধর করে। এক পর্যায়ে আলীম হোসেনকে মেরে পানিতে ফেলে দেয়। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব ঢাকা পোস্টকে বলেন, গভীর রাতে ছিনতাইকারীরা রাস্তা অবরোধ করে ছিনতাইয়ের চেষ্টা ও মারধর করে। এ সময় আলিম হোসেন ছিনতাইকারীদের মারধরে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

ব.ম শামীম/এসপি