চাঁদপুরে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তরের কয়েকটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ইসলামাবাদ ইউনিয়ন ও দুপুরে মোহনপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মনোনয়ন পুনর্বিবেচনা করে বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীক না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত ১০ বছর ধরে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অথচ তাকে বাদ দিয়ে স্বাধীনতাবিরোধীদের মনোনয়ন দেওয়া হচ্ছে, তা আমরা মেনে নিতে পারি না। দলের সিদ্ধান্ত পরিবর্তন করে সাজেদুল হাসান বাবু বাতেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন বলেন, তৃণমূল থেকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম গেলেও অজানা কারণে অন্যজনকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নৌকা প্রতীক পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা আওয়ামী লীগ সদস্য গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অমৃত লাল নাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বীর মুক্তিযুদ্ধা নির্মল সরকার বাদল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, যুবলীগ নেতা লিটন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম/আরএআর