রাজশাহীর চারঘাট উপজেলায় রেললাইনে উঠে পড়া শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিকে ধাক্কা দিয়েছে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সরদেহ ও নন্দনগাছি রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অরক্ষিত রেল ক্রসিংয়ে ভটভটিটি উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় আধাঘণ্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের গোবরার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি সরদহ ও নন্দনগাছি রেলওয়ে স্টেশনের মাঝামাঝি পৌঁছায়। এ সময় অরক্ষিত রেল ক্রসিং পার হতে গিয়ে বিকল হয়ে যায় ভটভটি। তড়িঘড়ি করে চালক নেমে পড়েন।

পরে দ্রুতগামী ট্রেনটি ভটভটিকে ধাক্কা দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি। কেবল ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেটি মেরামত করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

ফেরদৌস সিদ্দিকী/আরআই